সিলেটে আনসার সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

 


সিলেটে এক আনসার সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (০৬ জানুয়ারি) রাতে ছাতক উপজেলার জাউয়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত আনসার সদস্য পাপ্পু চন্দ্র (২৫) সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের দীনেশ চন্দ্রের ছেলে। তিনি ছাতকের জাউয়া বাজারস্থ জনতা ব্যাংকে আনসার সদস্য হিসেবে নিরাপত্তার দায়িত্বে কর্মরত ছিলেন।

জানা যায়,  সোমবার রাতে পাপ্পুর রুম ভেতর থেকে আটকানো দেখতে পাওয়া যায়। পরে তাকে ডাকার পর সাড়াশব্দ না পেয়ে তার সহকর্মীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে ভেতর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। 

জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url