আনসার ভিডিপি'র ৪৪তম জাতীয় সমাবেশের শুভ উদ্বোধন


গত ১৪/০১/২০২৪ খ্রিস্টাব্দ তারিখে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) দিবস উদযাপন ও ৪৪তম জাতীয় সমাবেশ প্রস্তুতির উদ্বোধন করেন বাহিনীর সম্মানিত মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি মহোদয়। এ সময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজিম উদ্দিন, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট উপমহাপরিচালক, অন্যান্য উপমহাপরিচালকবৃন্দ, পরিচালকবৃন্দ, ব্যাটালিয়ন অধিনায়কবৃন্দ ও জেলা কমান্ড্যান্টবৃন্দসহ বাহিনীর সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী, আনসার ব্যাটালিয়ন ও ভিডিপি সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন।

পায়রা ও বেলুন উড়ানো এবং কেক কাটার মধ্য দিয়ে ভিডিপি দিবসের উদ্বোধন ঘোষণা করা হয়। পরে ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় সমাবেশের উদ্বোধন উপলক্ষ্যে সম্মানিত মহাপরিচালক এর নেতৃত্বে একটি র‌্যালি একাডেমির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে সম্মানিত এলাহী বক্স অডিটোরিয়ামে মহাপরিচালক মহোদয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত হয়ে সকলকে দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি বাহিনীর সকল পর্যায়ের কর্মকর্তা, আনসার ব্যাটালিয়ন ও আনসার-ভিডিপি সদস্যদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা, আন্তরিকতা, দেশপ্রেম ও পেশাদারিত্বের সাথে পালনের জন্য সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। 

এছাড়া বিকালে সম্মানিত মহাপরিচালক মহোদয় বাহিনীর বিভিন্ন রেঞ্জ কর্তৃক আয়োজিত পিঠা উৎসব ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অর্কেস্ট্রা দলের পরিচালনায় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময় মিসেস শিমুল আমিন সম্মানিত মহাপরিচালক ম্যাডাম সহ লেডিস ক্লাবের অন্যান্য সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url