ওয়ালটন স্মার্ট ফ্রিজ ৬ষ্ঠ জাতীয় মহিলা রাগবি -২০২৩ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার
অদ্য ২৮ মে ২০২৩ খ্রিস্টাব্দ তারিখে ওয়ালটন স্মার্ট ফ্রিজ ৬ষ্ঠ জাতীয় মহিলা রাগবি -২০২৩ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার।
পল্টন আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ আনসার ৬০-০০ পয়েন্টে ঢাকা জেলাকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপির পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) মো. জিয়াউল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ- পিএলসির জ্যেষ্ঠ অতিরিক্ত পরিচালক (মার্কেটিং এন্ড কমিউনিকেশন) মো. মেহরাব হোসেন, ক্রীড়া পরিদপ্তরের উপ-পরিচালক ফেরদৌস আলম এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির সহকারী পরিচালক রায়হান উদ্দিন ফকির।

