কুড়িগ্রামে ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
অদ্য ২৯/০৫/২০২৩ খ্রিস্টাব্দ তারিখে কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে রংপুর রেঞ্জ কর্তৃক আয়োজিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতাধীন ই-গভর্ন্যান্স বাস্তবায়নে দিনব্যাপি “ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণে রংপুর রেঞ্জের ৪টি জেলা কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা ও রংপুর এবং ১ আনসার ব্যাটালিয়নের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করে। কর্মশালাটি পরিচালনা করেন রংপুর রেঞ্জের সার্কেল অ্যাডজুট্যান্ট মাহবুব উজ জামান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি রংপুর রেঞ্জের পরিচালক মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস।
প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনকালে প্রধান অতিথি উপস্থিত প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, “ ই-গভর্ন্যান্স বাস্তবায়নে ডি-নথি বিষয়ক ব্যবস্থাপনার উপর দক্ষতা অর্জন করে আনসার বাহিনীকে জনবান্ধব উন্নত স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালনে সচেষ্ট থাকতে হবে"। উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন মোঃ ইবনুল হক, জেলা কমান্ড্যান্ট, কুড়িগ্রাম (চলতি দায়িত্ব), মোঃ মোশাররফ হোসেন, উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা, কুড়িগ্রাম সদর সহ রেঞ্জের অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।

