ইউনিয়ন দলনেতা/দলনেত্রী সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত ১০ দিন মেয়াদী সতেজকরণ প্রশিক্ষন(১ম ধাপ) সম্পন্ন
অদ্য ৩০/০৫/২০২৩ খ্রিস্টাব্দ তারিখে জনাব মোঃ ফখরুল আলম কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) আনসার ও ভিডিপি একাডেমি মহোদয়, আনসার ও ভিডিপি একাডেমিতে চলমান উপজেলা আনসার কোম্পানী কমান্ডার (পুরুষ), ইউনিয়ন দলনেতা /দলনেত্রী সক্ষমতা বৃদ্ধি এবং নির্বাচনী দায়িত্ব ও কর্তব্য সম্পর্কিত ১০ দিন মেয়াদী সতেজকরণ প্রশিক্ষণ(১ম ধাপ) এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
২১ মে ২০২৩ খ্রিস্টাব্দ তারিখ থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণে ১৫৪৩ জন ভাতাভোগী সদস্য/সদস্যা অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের দায়িত্ব সম্পর্কে অবগত করে রাষ্ট্র গঠনে ভূমিকা পালনে সচেষ্ট থাকার জন্য আহবান জানান।





