নারায়ণগঞ্জে ভিডিপি দিবস পালিত

আজ ০৫ জানুয়ারি ২০২৫ খ্রীঃ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ভিডিপি দিবস। ১৯৭৬ সালের এই দিনে বাহিনীর বৃহৎ এ অংশ যাত্রা শুরু করে। দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, স্বেচ্ছায় রক্তদান এবং বেলুন উড়ানোর মধ্য দিয়ে নারায়ণগঞ্জে ভিডিপি দিবস পালিত হয়েছে। রবিবার সকালে নারায়ণগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে দিবসটি পালন করা হয়।

সকালে জেলা কমান্ড্যান্ট এর কার্যালয় চত্বরে বেলনু উড়িয়ে আনুষ্ঠানিকভাবে দিবসটির সূচনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা সার্কেল এডজুটেন্ট মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করেন। পরে ভিডিপি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সার্কেল এডজুটেন্ট মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী এর নেতৃত্বে র‍্যালিটি নারায়ণগঞ্জ জেলা ভিডিপি কার্যালয় থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম পরিচালিত হয়।

'সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার' এ স্লোগান কে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার কর্মকর্তা সহ ভিডিপি দলের সদস্য ও সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url