বিমানবন্দরের পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালায় আনসার সদস্যরা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তাকর্মীদের সঙ্গে প্রবাসীর হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে আনসার বাহিনীর তথ্য বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আনসার সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় এমনটি দাবি করা হয়।

আনসারের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ও কয়েকটি গণমাধ্যমে শাহজালাল বিমানবন্দরের একটি ঘটনা বিকৃত করে উপস্থাপন করার অপপ্রচেষ্টা লক্ষ্য করা গেছে। প্রকৃত ঘটনা হলো, গতকাল রাত আনুমানিক ৮টায় নরওয়ে প্রবাসী এক যাত্রী বহির্গমন টার্মিনালের গেট-২ দিয়ে বের হওয়ার সময় তাকে রিসিভ করতে আসা স্বজনরা টার্মিনালের ক্যানোপির ভেতরে অনুমতি ছাড়া প্রবেশ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ও কয়েকটি গণমাধ্যমে, কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বাধা দিলে, যাত্রীর একজন স্বজন উত্তেজিত হয়ে বাদানুবাদে লিপ্ত হন। পরবর্তী সময় হাতাহাতি হয়। ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায়, আনসার সদস্যরা এই ঘটনার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত ছিলেন না। বরং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করেন।

আনসারের পাঠানো বার্তায় আরও বলা হয়েছে, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যমূলকভাবে এই ঘটনাকে বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url