কাশিপুর ইউনিয়নে ভিডিপি মৌলিক প্রশিক্ষন সম্পন্ন


"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্যকে উপজীব্য করে সারাদেশে উদযাপিত হচ্ছে তারুণ্যের উৎসব-২০২৫। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে আনসার ও ভিডিপি ক্লাবে গত ১৯ জানুয়ারি ২০২৫ খ্রি. তারিখে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) এর ১০ কার্যদিবস ব্যাপি মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয় এবং ৩০ জানুয়ারি ২০২৫ খ্রি. প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ্তি হয়। প্রশিক্ষণের অংশ হিসেবে দেশের ৪৯২ টি উপজেলায় মোট ৩১১৫২ (একত্রিশ হাজার একশত বায়ান্ন) জন ভিডিপি প্রশিক্ষণার্থী এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেছে। এর মধ্যে কাশিপুর ইউনিয়ন থেকে ৩২ জন ছেলে ও ৩২ জন মেয়ে অংশগ্রহণ করে। 

উক্ত প্রশিক্ষণে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সামাজিক উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও সামাজিক অপরাধ নির্মূলে প্রশিক্ষণার্থীদের বাস্তবভিত্তিক নির্দেশনা প্রদানের পাশাপাশি নৈতিকতা, শিষ্টাচার, সামাজিক সম্প্রীতি ও শান্তি বজায় রাখার উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণে প্যারেড, ড্রিল, শিক্ষা, কৃষি, গবাদি পশু, হাঁস-মুরগি পালন, মৎস্য চাষ, বৃক্ষরোপণ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, স্যানিটেশন, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, আনসার ভিডিপি ক্লাব ও সংগঠন পরিচিতি ছাড়াও আর্থ-সামাজিক উন্নয়ন ও উদ্যোক্তা তৈরীর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। 

গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) প্রশিক্ষণ কার্যক্রমে মানব নিরাপত্তা, কমিউনিটি এলার্ট ম্যাকানিজম, সামাজিক সচেতনতা, স্বেচ্ছাসেবা এবং নগর অঞ্চলের অনাকাঙ্ক্ষিত দুর্যোগ মোকাবেলাসহ যেকোনো বিষয়ে সমন্বিত ও বাস্তব ধারণা প্রদান করা হয় এবং প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষনার্থীদের মাঝে প্রশিক্ষণ সনদ ও ভাতা প্রদান করা হয়।

উক্ত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা থানা কর্মকর্তা জনাব ফাতেমা বেগম, থানা প্রশিক্ষিকা জনাব আবেদা সুলতানা ইতি, নায়েক জনাব মোঃ ইউনুস, ইউনিয়ন দলনেতা জনাব মোঃ তাওলাদ হোসেন, ইউনিয়ন আনসার কমান্ডার জনাব হযরত আলী খান প্রমুখ।


বাহিনীর মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনা অনুযায়ী দেশের তরুণ জনগোষ্ঠীর বিশাল অংশকে বাংলাদেশ আনসার ও ভিডিপির পরিবর্ধিত ও পরিমার্জিত যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও তরুণ উদ্যোক্তা তৈরির সুযোগ ও সম্ভাবনা তৈরি হয়েছে। তারুণ্যের অদম্য শক্তি, দেশপ্রেমের ব্রত ও উদ্যোগী চেতনার সাথে ভিডিপি-টিডিপি প্রশিক্ষণ সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নিঃসন্দেহে অনবদ্য ভূমিকা রাখবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url