নারায়ণগঞ্জের কাশিপুর ইউনিয়নে ভিডিপি মৌলিক প্রশিক্ষনের উদ্বোধন

আজ ১৯ জানুয়ারি ২০২৫ (রবিবার) নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলায় কাশিপুর ইউনিয়নে গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন  কানিজ ফারজানা শান্তা (বিভিএমস), জেলা কমান্ডেন্ট, নারায়ণগঞ্জ। 


এই পর্যায়ে মোট ৬৪ জন মহিলা ও পুরুষকে মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হবে। মানব নিরাপত্তা, কমিউনিটি এলার্ট ম্যাকানিজম, সামাজিক সচেতনতা, স্বেচ্ছাসেবা এবং নগর অঞ্চলের অনাকাঙ্ক্ষিত দুর্যোগ মোকাবিলাসহ জাতীয় যেকোন মোতায়েন বিষয়ে সমন্বিত ও বাস্তব ধারণা প্রদানের মাধ্যমে তরুণ শক্তিকে কিভাবে সামাজিক শক্তি হিসেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ভূমিকা রাখা যায় তা এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ও লক্ষ্য।


অনুষ্ঠানের প্রধান অতিথি নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যেয় উদ্দীপ্ত আনসার টিডিপি বাহিনীর তরুণ সদস্যদের  উদ্দেশ্যে বলেন, তারুণ্যের উৎসব ২০২৫-এর লক্ষ্য জাতিকে ঐক্যবদ্ধ করা, পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলা এবং বাংলাদেশের বৈচিত্র্য ও সংস্কৃতির সৌন্দর্যকে উদযাপন করা। আনসার ভিডিপি বাহিনীর তরুণ সদস্যরা নতুন দেশ গঠনের বড় নিয়ামক  শক্তি। তারুণ্যের সাথে যদি আরো উন্নত প্রশিক্ষণ যুক্ত হয় তাহলে সেটা আনসার ভিডিপি' র সমৃদ্ধির গণ্ডি পেরিয়ে দেশের সামগ্রিক কল্যাণে ভূমিকা রাখবে। দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিস্তৃত আনসার-ভিডিপি ক্লাবগুলো অঞ্চলভিত্তিক উন্নয়নমূলক কর্মকান্ডের ক্ষেত্র ও চিন্তাধারার পারস্পরিক বিনিময়কেন্দ্র গিসেবে গড়ে উঠবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের ‘গণপ্রতিরক্ষা বাহিনী’ হিসেবে গড়ে উঠে দেশের আর্থ-সামাজিক বৈষম্য দূরীকরণে অগ্রণী ভূমিকা পালন করবে। এছাড়াও আনসার ভিডিপি বাহিনীর অগ্রযাত্রায় বিদ্যমান প্রতিবন্ধকতাসমূহ দূরীকরণ এবং এই বাহিনীর তারুণ্য নির্ভর বৃহৎ সম্ভবনাকে কিভাবে দেশের সামষ্টিক সমৃদ্ধিতে সম্পৃক্ত করা যায় মাননীয় উপদেষ্টা এ সংক্রান্ত ধারণা ও আশাবাদ ব্যক্ত করেন।  

ছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলার থানা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাতেমা বেগম ও থানা প্রশিক্ষিকা আবিদা সুলতানা ইতি। তারা বলেন, নতুন বাংলদেশের অভ্যুদয়ে  দেশের তরূণ জনগোষ্ঠীকে বাংলাদেশ আনসার ও ভিডিপি’র পরিবর্ধিত ও পরিমার্জিত যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে  কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ ও সম্ভবনা তৈরি হয়েছে। এই উদ্যোগকে অধিক ফলপ্রসু করতে, সমন্বিত কার্যক্রমের ধারাবাহিকতায়  বাংলাদেশ শিল্প  কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) ও সমাজসেবা মন্ত্রণালয়সহ অন্যান্য সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।  তারুণ্যের অদম্য শক্তি, দেশপ্রেমের আবেগ, ও উদ্যোগী চেতনায় সমৃদ্ধ আমাদের আনসার ভিডিপি বাহিনী নতুন বাংলাদেশকে পরিবর্তনের পথে এগিয়ে নিতে প্রস্তুত। 


এর আগে সকাল ১০:০০ টায় সম্মানিত জেলা কমান্ডেন্ট মহোদয় কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাবে পৌঁছান এবং গ্রাম প্রতিরক্ষা দলের (ভিডিপি) মৌলিক প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এছাড়া কাশিপুর ইউনিয়ন দলনেতা মোঃ তাওলাদ হোসেন, এনায়েতনগর ইউনিয়ন আনসার কমান্ডার হযরত আলী এবং উক্ত ক্লাবের সাধারন সম্পাদক জনাব কামাল হোসেন উপস্থিত ছিলেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url