প্রতিবেশী রাষ্ট্রের মিডিয়ায় প্রচারিত প্রপাগান্ডায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

১৯৪৮ সালের ১২ই ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পৃথিবীর সর্ববৃহৎ জনসম্পৃক্ত ও স্বেচ্ছাসেবী বাহিনী। ১৯৭৬ সালে গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) ও ১৯৮০ সালে শহর প্রতিরক্ষা দল (টিডিপি) প্রতিষ্ঠিত হওয়ার পর এই দুই বাহিনী আনসার বাহিনীর সাথে একীভূত হয়। এই বাহিনীর প্রতিটি সদস্য দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও নিরাপত্তায় নিবেদিত  হয়ে কাজ করে যাচ্ছে। আনসার-ভিডিপি সদস্যরা দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা, নির্বাচন, পূজামন্ডপের নিরাপত্তাসহ প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। বাহিনীর প্রতিষ্ঠা লগ্ন হতে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষাসহ বেকার তরুণ-তরুণীদের স্বাবলম্বী ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) ও শহর প্রতিরক্ষা দল (টিডিপি) এর মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

তারই ধারাবাহিকতায় গত ১৯ জানুয়ারি-২০২৫ খ্রিঃ তারিখে ১০ দিন ব্যাপি বাহিনীর গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (ভিডিপি) ও শহর প্রতিরক্ষা দল (টিডিপি) এর মৌলিক প্রশিক্ষণ শুরু হয় যা বাহিনীর প্রতিষ্ঠালগ্ন থেকে চলমান রয়েছে। মানব নিরাপত্তা, কমিউনিটি এলার্ট ম্যাকানিজম, সামাজিক সচেতনতা, স্বেচ্ছাসেবা এবং নগর অঞ্চলের অনাকাঙ্ক্ষিত দুর্যোগ মোকাবেলাসহ জাতীয় যেকোন মোতায়েন বিষয়ে সমন্বিত ও বাস্তব ধারণা প্রদানের মাধ্যমে তারুণ্যের শক্তিকে সামাজিক শক্তি হিসেবে ভূমিকা রাখাই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। 

কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় প্রতিবেশী রাষ্ট্রের কিছু মিডিয়া বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সম্পর্কে তাদের অজ্ঞতার কারণে এই প্রশিক্ষণ কার্যক্রমকে ইচ্ছাকৃতভাবে বিতর্কিত করার লক্ষ্যে বিভিন্ন মিথ্যা, ভিত্তিহীন তথ্য প্রচার করে গুজব ছড়াচ্ছে যা ইতোমধ্যে দেশের সচেতন মহল প্রত্যাখান করেছে।তাই সংশ্লিষ্ট সকলকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সম্পর্কিত কোন মিথ্যা ও ভিত্তিহীন তথ্য কিংবা গুজবে কান না দেয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url