রাজবাড়ীতে পুলিশে চাকুরী দেওয়ার নামে প্রতারনার অভিযোগে আনসার সদস্যসহ ৪জন গ্রেপ্তার
রাজবাড়ী জেলা পুলিশে চাকরি পাইয়ে দেয়ার মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎ করার অপরাধে আনসার সদস্যসহ প্রতারক চক্রের ৪ জন সদস্যকে গ্রেপ্তার, আত্মসাৎকৃত টাকা ও আলামত উদ্ধার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের ইউনুছ আলী বিশ্বাসের ছেলে আনসার সদস্য মোঃ হামিদুল ইসলাম (৩১), একই গ্রামের মোহাম্মদ আলী মোল্যার ছেলে আনসার সদস্য মোকলেছুর রহমান (৩৫), বালিয়াকান্দি ইউনিয়নের খোর্দ্দমেগচামী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আনসার সদস্য মোঃ আজিবুল শেখ (২০), ফরিদপুর জেলার ভাঙ্গা থানার পুর্ব সদরদী গ্রামের মৃত আব্দুল হাই কাজীর ছেলে মোঃ নুরুল ইসলাম (৬১)।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার সময় রাজবাড়ী পুলিশ লাইনের সামনে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, বালিয়াকান্দি উপজেলার শালকী গ্রামের মোঃ ওয়াজেদ ফকিরের ছেলে মোঃ জোবায়ের হোসেন (২০) রাজবাড়ী জেলা হতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য আবেদন করে। ছেলের আবেদনের বিষয়টি আনসার সদস্যরা কৌশলে জানতে পারে। পরে ছেলের সাথে যোগাযোগ করে ১০ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দিবে বলে তাকে আশ্বাস দেয়। পরে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে দেখা করতে বলে। গত ২৬ অক্টোবর বিকাল ৪ টার সময় রাজবাড়ী সদর থানার পুলিশ লাইন্সের সামনে বটগাছের নিচে চাকরির জন্য কিছু খরচ লাগবে বলে নগদ ২ হাজার টাকা নেয়। পরে বিষয়টি ওয়াজেদ আলীর নিকট বিষয়টি জানায়। ছেলের নিকট থেকে বিষয়টি জানতে পেরে সন্দেহ হলে তিনি রাজবাড়ী ডিবি পুলিশকে ঘটনার বিষয়টি জানান। রাজবাড়ী ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে গত ৩০ অক্টোবর দুপুর সাড়ে ১২ টার সময় হামিদুল ও মোকলেছকে পুলিশ লাইন্সের সামনে থেকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ২ হাজার টাকা পুলিশ উদ্ধার করে। তাদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তাদের দেওয়া তথ্য মতে বুধবার রাত আড়াই টার সময় মোঃ আজিবুল শেখের বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে। আজিবুল শেখের নিকট থেকে চাকুরী প্রার্থীর এসএসসির সার্টিফিকেট এবং কনস্টেবল নিয়োগের প্রবেশপত্রের ফটোকপি জব্দ করে। তাদের জিজ্ঞাসাবাদে তাদের সহযোগী আসামী মোঃ নুরুল ইসলামের নাম প্রকাশ করলে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার সময় রাজবাড়ী পুলিশ লাইন্সের সামনে নুরুলকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেন। এরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্র পুলিশে চাকরি দেয়ার নাম করে বিভিন্ন লোকজনের সাথে প্রতারণামূলকভাবে যোগাযোগের চেষ্টা করছে।
এ ব্যাপারে বৃহস্পতিবার মোঃ ওয়াজেদ ফকির বাদী হয়ে রাজবাড়ী থানায় মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে বৃহস্পতিবার মোঃ ওয়াজেদ ফকির বাদী হয়ে রাজবাড়ী থানায় মামলা দায়ের করেছেন।
©দৈনিক ইনকিলাব
