কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের আনসার কোয়ার্টারে বন্য হাতির তাণ্ডব
রাঙ্গামাটি কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র আবাসিক এলাকায় বন্যহাতি রাতে তান্ডব চালিয়ে আনসার ব্যারেক কোয়ার্টার ভাংচুর করেছে। বৃহস্পতিবার রাত ১০টায় পার্শ্ববর্তী কর্ণফুলী রেঞ্জ এলাকা হতে একদল বন্যহাতি লোকালয়ে আবাসিক এলাকায় এসে তান্ডব চালায়।এসময় আনসার ব্যারাক কোয়ার্টারের ভিতরে প্রবেশ করে দরজা,জানালা,আসবাবপত্র সব কিছুই ভাংচুর করে। এসময় আবাসিক ও আনসার ব্যারাকে থাকা লোকজনের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। পরে বন বিভাগকে খবর দেয়া হলে তারা দ্রুত এসে ঘটনাস্থলে উপস্থিত হয়। হাতি তাড়ানোর জন্য কাপ্তাই ফায়ার সার্ভিস, আনসার ব্যাটালিয়ন ও বন বিভাগ যৌথভাবে বাঁশি, হুইসাল বাঁজিয়ে বিভিন্ন কায়দায় রাত ১২টা বাজে হাতি তাড়াতে বাধ্য হয়। কাপ্তাই রেঞ্জ ও জেটিঘাট স্টেশন কর্মকর্তা এএসএম মহিউদ্দিন মিশু জানান বনের মধ্যে পশু খাদ্য না থাকায় খাদ্য সন্ধানে লোকালয়ে এসে হাতি তান্ডব চালাচ্ছে। উল্লেখ্য হাতি হতে রক্ষা পাওয়ার জন্য কোটি টাকার সোলার ফেন্সি বসানো হলেও বর্তমানে তা অকার্যকর অবস্থায় পড়ে আছে। এটি দ্রুত সংস্কার করার জন্য লোকজন বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতি আহবান জানান।
