শফিপুরে ইউনিয়ন দলনেতা অজয় চক্রবর্তী'র মৃত্যু
আজ সিলেট জেলার ওসমানি নগর উপজেলার ০৪ নং বুরুঙ্গা বাজার ইউনিয়ন দলনেতা অজয় চক্রবর্তী (৩৮) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
তিনি শফিপুর আনসার ও ভিডিপি একাডেমি তে ১০ দিন ব্যাপী উপজেলা/থানা কোম্পানী কমান্ডার ও দলনেতা-দলনেত্রী সক্ষমতা বৃদ্ধি নির্বাচনী দায়িত্ব ও কর্তব্য সম্পর্কিত প্রশিক্ষনের (২য় ধাপ) প্রশিক্ষনার্থী ছিলেন। আজ দুপুর ১২:৩০ টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে আনসার ও ভিডিপি একাডেমি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক বেলা ০১:০০ টার দিকে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরন করেন। ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ০৪:০০ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তিনি মৃত্যুকালীন সময়ে স্ত্রী ও এক কণ্যা পরিবারে রেখে গিয়েছেন।
