ব্যাংক ডাকাতির চেষ্টা, রুখে দিলো আনসার সদস্যরা


নারায়ণগঞ্জে
 জনতা ব্যাংকে ডাকাতির চেষ্টা করে ব্যর্থ হয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৬ জুলাই) রাত ০২:২০ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জ উপজেলার গোদনাইল জনতা ব্যাংক শাখায় ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে।
জানা গেছে, সিদ্ধিরগঞ্জ উপজেলায় একটি ভাড়া বিল্ডিংয়ের দোতলায় জনতা ব্যাংক গোদনাইল শাখার কার্যক্রম পরিচালিত হয়। প্রতিদিনের মতো বুধবার ব্যাংকের কার্যক্রম শেষে কর্মকর্তা কর্মচারীগণ চলে যান। রাতে আনসার সদস্যগণ দায়িত্বরত অবস্থায় ছিলেন।
ব্যাংক ডাকাতির উদ্দেশ্যে এক
দল ডাকাত ব্যাংকের নিচতলার সব কয়টি তালা ভেঙ্গে দ্বিতীয় তলার প্রধান গেটে পৌছায়। তালা ভাঙ্গা অবস্থায় আনসার সদস্যগণ শব্দ শুনে এগিয়ে যায়, দ্বিতীয় তলার প্রধান গেট তালা ভাঙ্গারত অবস্থায় আনসার সদস্যগণ অতি সুকৌশলে ফায়ার-ফায়ার শব্দটি কয়েকবার উচ্চারণ করে এবং সাথে সাথে অ্যালার্ম ঘণ্টা বাজিয়ে দেয় যার দরুন ডাকাত দলটি দৌড়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক আনসার সদস্যগণ থানায় যোগাযোগ করলে থানার কর্তব্যরত দুইটি দল ব্যাংক এলাকায় এসে সার্বিক পরিস্থিতি পরিদর্শন করে যার যান এবং আনসার সদস্যদের সতর্কতার বিষয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং পরবর্তী নিরাপত্তার বিষয়ে পরামর্শ প্রদান করেন।
ব্যাংক ডাকাতি চেষ্টা বিষয়ে উপজেলা আনসার ভিডিপি  কর্মকর্তা এবং জেলা কমান্ড্যান্ট, নারায়ণগঞ্জ মহোদয় বিভিন্ন প্রকার দিক নির্দেশনা প্রদান ও জেলার সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url