সুরক্ষা সেবা বিভাগের আওতাধীন দপ্তসমূহের সাথে এপিএ চুক্তিস্বাক্ষর সম্পন্ন
গত ২৬ জুন ২০২৩ খ্রিস্টাব্দ তারিখে জনাব আসাদুজ্জামান খান, এমপি, মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মহোদয়ের সভাপতিত্বে ২০২৩-২৪ অর্থবছরে জননিরাপত্তা এবং সুরক্ষা সেবা বিভাগের আওতাধীন দপ্তসমূহের সাথে এপিএ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে সম্মানিত সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, সম্মানিত সচিব, সুরক্ষা বিভাগ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয়ের পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, বিজিবিএম, পিবিজিএম(বার), বিএএম, এনডিসি, অতিরিক্ত মহাপরিচালক মহোদয় এপিএ চুক্তি স্বাক্ষর করেন। ২০২১-২২ অর্থবছরে জননিরাপত্তা বিভাগের এপিএ বাস্তবায়ন মূল্যায়নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ২য় স্হান লাভের গৌরব অর্জন করে।.jpg)
.jpg)