আনসার ভিডিপি মহাপরিচালক এর রাজশাহী রেঞ্জ পরিদর্শন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয় গত ২৯/১০/২০২৪ ইং এবং অদ্য ৩০/১০/২০২৪ ইং রাজশাহী ও রংপুর রেঞ্জের বিভিন্ন ইউনিট সমূহ পরিদর্শন করেন এবং সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে এসকল বিভাগের ইউনিট সমূহে (জেলা, ব্যাটালিয়ন, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক) বাহিনীর প্রতিটি অংশের প্রতিনিধিত্বকারী সদস্য যথা কর্মকর্তা, আনসার ব্যাটালিয়ন সদস্য, অংগীভূত আনসার সদস্য এবং স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্যবৃন্দের সাথে মতবিনিময় করেন। তার দুই দিন ব্যাপী পরিদর্শন কার্যক্রমে তিনি রাজশাহী রেঞ্জ, ১৯ আনসার ব্যাটালিয়ন, নওগাঁ জেলা প্রশিক্ষণ কেন্দ্র, বগুড়া জেলা কার্যালয়, রংপুর রেঞ্জ সহ লালমনিরহাটের ২৮ আনসার ব্যাটালিয়ন ও জেলা কার্যালয় সমূহে বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় ক্ষেত্র সমূহ চিহ্নিত করেন।

এ সময়ে বাহিনীর উক্ত ইউনিটে কর্মরত সকল পর্যায়ের প্রতিনিধিগণ মহাপরিচালক মহোদয়ের ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়নকল্পে তাদের সম্পৃক্ততা সম্পর্কে অবগত হন। মহাপরিচালক মহোদয় ধারাবাহিকভাবে দেশের সকল অঞ্চলে এমনিভাবে মতবিনিময়ের মাধ্যমে সকলের মতামতের ভিত্তিতে বাহিনীর সক্ষমতা বৃদ্ধির অগ্রযাত্রা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url