মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন

২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সাথে উদযাপন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর, একাডেমি, রেঞ্জ, ব্যাটালিয়ন, জেলা কার্যালয় সহ সকল ইউনিটে দিবসটি যথাযথ মর্যাদার সাথে উদযাপন করা হয়। দিনের শুরতেই মেজর জেনারেল একেএম আমিনুল হক বিএএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি সম্মানিত মহাপরিচালক মহোদয় গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর, একাডেমি সহ সকল ইউনিটে “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস” উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত বাণী সকল স্তরের সদস্যদেরকে পাঠ করে শোনানো হয়। এছাড়াও বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ প্রামাণ্য চিত্র/ভিডিও “বাংলার মাটি বাংলার জল ও স্বাধীনতা আমার স্বাধীনতা” প্রদর্শন করা হয়। এ বছর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন জেলায় বীর মুক্তিযোদ্ধাগণকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এদিন মুক্তিযুদ্ধের মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহিদ সদস্যদের সহ মুক্তিযুদ্ধের বীর শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত এবং জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে আনসার ও ভিডিপি সদর দপ্তর, একাডেমি সহ বাহিনীর সকল মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত নির্দেশনা মোতাবেক মুক্তিযুদ্ধের চেতনায় ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠান ছাড়াও এক বর্ণাঢ্য র‌্যালি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এছাড়াও গতকাল ২৫ মার্চ রাত ১১.০০ টা থেকে ১১.০১ মিনিট বাহিনীর সকল ইউনিটে প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হয়।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url