জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে নারায়ণগঞ্জ জেলা কমান্ডেন্ট এর শ্রদ্ধা নিবেদন


ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন আনসার ও ভিডিপি এর নারায়ণগঞ্জ জেলা কমান্ডেন্ট  জনাব মোঃ মাহবুবুর রহমান সরকার।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকে কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে তিনি ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিনটি স্মরণ করেন।

শ্রদ্ধা নিবেদনের পর জেলা কমান্ডেন্ট সাংবাদিকদের বলেন, “সাতই মার্চ উপলক্ষে জাতির জনকের ম্যুরালে  ফুল দিয়ে আমরা শ্রদ্ধা জানালাম। এ ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন সার্কেল এডজুটেন্ট, থানা কর্মকর্তা, থানা প্রশিক্ষক ও প্রশিক্ষিকা গন।

১৯৭১ সালের এই দিনেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন।

সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) স্বাধীনতাকামী ৭ কোটি মানুষকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু বলেছিলেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম- এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।”

বঙ্গবন্ধুর সেই ভাষণকে ২০১৭ সালের ৩০ অক্টোবর ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url