ফতুল্লা ইউপি'র উপ নির্বাচন আগামীকাল
ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শূন্য পদের উপ নির্বাচন ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। ৯ মার্চ (শনিবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলবে।
আজ ০৮ মার্চ (শুক্রবার) জেলা পুলিশ লাইন্স মাঠে নির্বাচনী দায়িত্ব পালনরত পুলিশ ও আনসার ভিডিপি সদস্যদের মাঝে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন জেলা পুলিশ ও জেলা আনসার ভিডিপি এর পক্ষ উর্দ্ধতন কর্মকর্তা গন।
উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ফাইজুল ইসলাম প্রতীক অটোরিক্সা, পরেশ চন্দ্র মোটর সাইকেল প্রতীক, সাইফুল ইসলাম রুবেল আনারস প্রতীক ও আমজাদ চশমা প্রতীক নিয়ে নির্বাচন করবেন।উল্লেখ্য, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন গত বছরের ২০ সেপ্টেম্বর মৃত্যু বরন করেন। ২০১১ সালের ১৬ মে ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শুরু করেন খন্দকার লুৎফর রহমান স্বপন।
এরপর দীর্ঘ ৩০ বছর পর ২০২১ সালের ২৬ ডিসেম্বরে অনুষ্ঠিত ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খন্দকার লুৎফর রহমান স্বপন।

