রাজধানীর বেইলি রোডের আগুনে আনসার, নিহত ৪৩

বৃহস্পতিবার রাত ১০ টায় রাজধানী ঢাকার বেইলি রোডে গ্রিন কোজি কটেজ নামের একটি ছয়তলা ভবনের ২য় তলায় 'কাচ্চি ভাই' নামে একটি দোকানে লাগলে ঘটনাস্থলের নিরাপত্তা শৃঙ্খলা রক্ষা এবং অগ্নি নির্বাপণে ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিটকে সহায়তা করতে সম্মানিত মহাপরিচালক, বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহোদয়ের নির্দেশনা মোতাবেক তিন প্লাটুন সাধারণ আনসার এবং দুই প্লাটুন আনসার গার্ড ব্যাটালিয়ন(এজিবি) মোতায়েন করা হয়

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হ্যান্ড মাইক, বাঁশি লাঠি ব্যবহার করছেন আনসার সদস্যরা

দিবাগত রাত ২টার দিকে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন জানান, অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪৩ জনের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত। দ্রুতই আগুন উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। ভেতরে থাকা লোকজন আতঙ্কে উপরে উঠে যায়। ভবন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন আহত হন। তাদের মধ্যে ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী জানান, মৃতের মধ্যে ৩৩ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ এবং ১০ জনের মরদেহ শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে রাখা হয়েছে। আর ভবনটি থেকে ১১৭ জনকে উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।

এদিকে এ ঘটনায় ফায়ার সার্ভিস পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বলে জানান সংস্থাটির মিডিয়া কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url