পরিস্থিতি পর্যবেক্ষণে আজ বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী
আজ ০৬ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক বিএএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি মহোদয় বান্দরবানের রুমা এবং থানচিতে সোনালী ও বাংলাদেশ কৃষি ব্যাংকে কেএনএফ কর্তৃক সশস্ত্র হামলা উত্তর বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থল পরিদর্শন করেন।
শনিবার (৬ এপ্রিল) সকালে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে বান্দরবানের রুমা উপজেলায় পৌঁছালে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রথমে ইউএনও গার্ড, মসজিদ ও সোনালী ব্যাংক শাখা পরিদর্শন করেন এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের কাছে ঘটনার বিবরণ শোনেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় দুপুরে প্রশাসনের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বান্দরবান সার্কিট হাউসে মত বিনিময় করেন। এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয় উপস্থিত ছিলেন ।

