গৃহহারা ভিডিপি সদস্যদের নতুন গৃহের চাবি প্রদান


গত ১৬ নভেম্বর ২০২৩ তারিখে মেজর জেনারেল একেএম আমিনুল হক, এনডিসি, এএফডব্লিওসি, পিএসসি, পিএইচডি সম্মানিত মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহোদয় শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় ২০১৭ সালে পদ্মার ভয়াল ভাঙনে গৃহহারা ভিডিপি সদস্য আব্দুল মান্নানকে নির্মিত নতুন একটি গৃহের চাবি উপহার দেন। সম্মানিত মহাপরিচালক মহোদয়ের পক্ষ হতে অদ্য ৩৪ জন গৃহহীন ভিডিপি সদস্য/সদস্যাকে সংশ্লিষ্ট রেঞ্জ কমান্ডার এবং জেলা কমান্ড্যান্টগণ নির্মিত নতুন ৩৪ টি গৃহের চাবি প্রদান করেন। 


উল্লেখ্য, ২০২২-২৩ অর্থ বছরে সম্মানলনিত মহাপরিচালক মহোদয়ের কর্তৃক ৩৫ জন ভিডিপি সদস্য-সদস্যাকে ৩৫ টি গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে । তাছাড়া, ২০২৩-২০২৪ অর্থ বছরে গৃহহীন ভিডিপি সদস্য/সদস্যার জন্য বাহিনীর পক্ষ হতে এরূপ ৬৫ টি গৃহের  নির্মাণ কাজ খুব শীঘ্রই শুরু হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url