রেললাইন নিরাপত্তায় নিয়োজিত আনসার ভিডিপি সদস্যরাই অনিরাপদ

দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ হরতালে রেলের নিরাপত্তা, রেল চলাচল স্বাভাবিক রাখা ও নাশকতা প্রতিরোধে নারায়ণগঞ্জের সদর উপজেলায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে আনসার ও ভিডিপি সদস্যরা।

দর উপজেলায় ঝুঁকিপূর্ণ ০৬ টি পয়েন্টে ৫০ জন সদস্য পর্যায়ক্রমে দায়িত্ব পালন করছেন। লাঠি, বাঁশি ও টর্চ নিয়ে রাত-দিন রাষ্ট্রের সম্পদ ও মানুষের নিরাপত্তার দায়িত্ব পালন করছে। অথচ তেমন কোন অস্ত্র তাদের কাছে না থাকায় শংকায় নিজেদের নিরাপত্তা। ফলে জীবনের ঝুঁকি নিয়ে দেশের সম্পদ ও জনগণের জানমাল রক্ষায় ব্যস্ত সময় পার করছেন এ বাহিনীর সদস্যরা।


সদর উপজেলা আনসার ও ভিডিপি অফিস সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ চলমান। সারাদেশে দেশব্যাপী হরতাল ও হরতাল- অবরোধের নামে রেললাইন ও আগুনসহ সহিংসতা, অগ্নিসন্ত্রাস, পিটিয়ে পুলিশ হত্যাসহ নানা নাশকতা, নৈরাজ্য চালাচ্ছে বিএনপি-জামায়াত মধ্যে দেশের বিভিন্ন স্থানে ট্রেন ও ট্রেনলাইনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের সকল অরাজকতা প্রতিরোধ করতে রেললাইন পাহারায় অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছেন আনসার ও ভিডিপি সদ্যরা। এ উপজেলা উপর দিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-খুলনা রেললাইন বয়ে গেছে এ রেললাইনের নিরাপত্তা, রেল চলাচল স্বাভাবিক রাখা ও নাশকতা প্রতিরোধে কাজ করছেন আনসার সদস্যরা।

উপজেলার রেলক্রসিং ও স্টেশনের ০৬ টি পয়েন্টে ৫০ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। ০৬ টি স্পটে প্রতি শিফটে ৩-৪ জন করে রেললাইনে পাহারা দিচ্ছেন। এ বাহিনীর নির্ধারিত পোশাক পরিধান করা আনসার ও ভিডিপি সদস্যদের হাতে শুধু লাঠি ও বাঁশি। অথচ নিরাপত্তার দায়িত্বে থাকা নিরস্ত্র অবস্থায় অনেকটা অনিরাপদ রয়েছে আনসাররা। ফলে জীবনের ঝুঁকি রাষ্ট্রীয় সম্পদ, জনগনের জানমাল রক্ষার গুরু দায়িত্ব পালন করে আসছে আনসার ও ভিডিপি সদস্যরা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url