ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন নিয়ন্ত্রণে আনসার ভিডিপি
অদ্য ১৪ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ মেজর জেনারেল একেএম আমিনুল হক এনডিসি এএফডব্লিউসি পিএসসি পিএইচডি সম্মানিত মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহোদয়ের সদয় নির্দেশনা মোতাবেক রাজধানী ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন নিয়ন্ত্রণসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) এর ২(দুই) প্লাটুন এবং অঙ্গীভূত আনসারের ৫(পাঁচ) প্লাটুনসহ মোট ৭ প্লাটুন আনসার জরুরি ভিত্তিতে মোতায়েন করা হয়।আজ বৃহস্পতিবার ভোরে এ আগুন লাগলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসার সদস্য মোতায়েন করা হয়। আগুন এবং আইন শৃংখলা নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিটসহ সেনা, বিমান, নৌবাহিনী, আনসার, বিজিবি এবং পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। পরবর্তীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে কৃষি মার্কেট অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং কর্মচারীদের মধ্যে প্যাকেট খাবার বিতরন করা হয়।
