মহাপরিচালক মহোদয়ের পটিয়া সদর দপ্তর পরিদর্শন
আজ ০২ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ তারিখ রোজ শনিবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি মহোদয় চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন ৩৭ আনসার ব্যাটালিয়ন, পটিয়া এর সদর দপ্তর পরিদর্শন করেন। প্রথমেই ০৯০০ ঘটিকায় সম্মানিত মহাপরিচালক মহোদয় ৩৭ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রবেশ করলে ব্যাটালিয়ন কর্তৃক গার্ড সালাম প্রদান করা হয়। অতঃপর তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও সদস্য-সদস্যাদের নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন সহ অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। উক্ত দরবারে ৩৭ আনসার ব্যাটালিয়নের সদস্যদের পাশাপাশি চট্টগ্রাম জেলার সকল কর্মকর্তা এবং আনসার ও ভিডিপি সদস্য-সদস্যারাও অংশগ্রহণ করেন।
দরবার শেষে ব্যাটালিয়ন অধিনায়ক সম্মানিত মহাপরিচালক মহোদয়কে অত্র ব্যাটালিয়নের প্রশাসনিক ও আভিযানিক কার্যক্রম এবং সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে ব্রিফ প্রদান করেন। এরপরে সম্মানিত মহাপরিচালক মহোদয় ব্যাটালিয়ন সদর দপ্তরের অভ্যন্তরে একটি আম গাছের চারা রোপন করেন এবং বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। সর্বশেষ সম্মানিত মহাপরিচালক মহোদয় ব্যাটালিয়ন সদরদপ্তর সংলগ্ন আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এবং উক্ত প্রশিক্ষণ কেন্দ্রে চলমান ভিডিপি মৌলিক প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন ও তাদের খোঁজ খবর নেন। এসময় এছাড়াও জনাব সাইফুল্লাহ রাসেল, উপ-মহাপরিচালক (রেঞ্জ কমান্ডার), চট্টগ্রাম রেঞ্জ, অধিনায়ক ৩৭ আনসার ব্যাটালিয়ন, জেলা কমান্ড্যান্ট, চট্টগ্রাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

