রাঙামাটির কলাবুনিয়ায় আনসার ব্যাটালিয়ন ও বিজিবি'র যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
দীর্ঘদিন ধরেই আনসার ব্যাটালিয়ন সদস্যরা দেশের পার্বত্য ও সীমান্তবর্তী এলাকাগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছেন। স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করছেন। এসব কর্মকাণ্ডে তারা অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে কাজ করছেন এবং ইতোমধ্যে স্থানীয় জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে সক্ষম হয়েছেন।
এরই ধারাবাহিকতায় গত ০২ জুলাই ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে কলাবুনিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি অস্থায়ী তল্লাশি চেকপোস্ট স্থাপন করে আনসার ব্যাটালিয়ন ও বিজিবি সদস্যরা একটি সন্দেহভাজন কান্ট্রি বোট আটক করেন।
তল্লাশির একপর্যায়ে বোটটির ভেতর থেকে ৯.৫ লিটার দেশি মদ এবং ১,৫১২ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকদ্রব্যগুলোর কোনো বৈধ ক্রয়রসিদ উপস্থাপন করা না হলে তা জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা। পরবর্তীতে এসব মাদকদ্রব্য স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ্যারাবুনিয়া বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়।
এই সফল অভিযানের মাধ্যমে আবারও প্রমাণিত হলো যে, পার্বত্য অঞ্চলের শান্তি ও নিরাপত্তা রক্ষায় আনসার ব্যাটালিয়ন সদস্যরা কতটা দক্ষ, দায়িত্বশীল ও পেশাদার। চ্যালেঞ্জিং ও প্রতিকূল পরিবেশে থেকেও তারা দৃঢ় সাহস, সততা এবং আন্তরিকতার সঙ্গে দেশের মাদকবিরোধী কার্যক্রমকে বেগবান করছেন।
এ ধরনের যৌথ অভিযান শুধু মাদক ও অপরাধ দমনেই নয়, বরং সমাজকে নিরাপদ, সুস্থ ও ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
