কর্মসংস্থানে সক্ষমতার নতুন দিগন্তে বাংলাদেশ আনসার ও ভিডিপি
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কেবল নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার বাহক হিসেবে সীমাবদ্ধ না থেকে, আজ মানবসম্পদ উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের অন্যতম কার্যকর বাহিনী হিসেবে নিজেদের দৃপ্ত অবস্থান প্রতিষ্ঠা করছে।
বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয়ের দূরদর্শী ও যুগোপযোগী নেতৃত্বে গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) ও নগর প্রতিরক্ষা দল (টিডিপি) সদস্যদের আত্মকর্মসংস্থান এবং অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে বিভিন্ন কারিগরি ও জীবনমুখী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)সহ দেশি-বিদেশি বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সহযোগিতায় এসব প্রশিক্ষণ কার্যক্রম সদস্যদের কর্মজীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।
এই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে বিটাক-এর সঙ্গে বাহিনীর চুক্তির আওতায় ঢাকা মহানগর সবুজবাগ থানার ৬ (ছয়) জন টিডিপি সদস্যা দ্বিতীয় ধাপে ৯০ দিনব্যাপী বিভিন্ন কারিগরি ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে গত ৩০ জুন ২০২৫ তারিখে তাঁদের মধ্যে ৩ (তিন) জন সদস্যা দেশের স্বনামধন্য তিনটি কোম্পানিতে চাকরি পেয়ে কর্মজীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেন।
এই সদ্য চাকরিপ্রাপ্ত তিনজন টিডিপি সদস্যা এখন তাঁদের পরিবারে আত্মনির্ভরশীলতার প্রতীক। তাঁদের এই অর্জন কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাহিনীর প্রশিক্ষণভিত্তিক মানবসম্পদ উন্নয়ন উদ্যোগের একটি অনন্য উদাহরণ। নিজেদের ভাগ্য পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাঁরা তাঁদের পরিবারেও এনেছেন স্বস্তি ও শান্তি।
চাকরিপ্রাপ্ত সদস্য ও তাঁদের পরিবারবর্গ কৃতজ্ঞচিত্তে বাহিনীর মহাপরিচালক মহোদয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
