বাহিনীর নিয়োগ পরীক্ষায় জালিয়াতির চেষ্টায় দুইজন পরীক্ষার্থী বহিষ্কার
এই নিখুঁত ব্যবস্থাপনার মধ্যেও দুঃখজনকভাবে রাজধানীর দুটি কেন্দ্রে দুইজন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের চেষ্টা করে। তবে বাহিনীর দৃঢ় নজরদারি ও দ্রুত পদক্ষেপে তাদের অনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
ঢাকা সেনানিবাসের বিএফ শাহীন কলেজ কেন্দ্রে আমানুল্লাহ নামের এক ব্যক্তি মাত্র দশ হাজার টাকার বিনিময়ে মিলন মিয়া নামের এক প্রার্থীর হয়ে অবৈধভাবে পরীক্ষায় অংশগ্রহণের চেষ্টা করে। পরীক্ষাকালীন সময়েই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাকে হাতেনাতে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেন। পরবর্তীতে তার কাছ থেকে মুচলেকা গ্রহণ করে ছেড়ে দেওয়া হয়।
অপরদিকে, তেজগাঁও কলেজ কেন্দ্রে নিশান কান্তি দে নামের এক পরীক্ষার্থী চ্যাটজিপিটির সহায়তায় প্রশ্নপত্রের উত্তর সংগ্রহ করার চেষ্টা করে। তার এই অপতৎপরতা সঙ্গে সঙ্গেই ধরা পড়ে এবং কর্তব্যরত কর্মকর্তারা তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করেন। তিনিও মুচলেকা দিয়ে মুক্তি পান।
বাহিনীতে নিয়োগ কার্যক্রমে কোনো অনিয়ম, অসদুপায় কিংবা প্রতারণার চেষ্টা প্রতিরোধ বাহিনী দৃঢ় সচেষ্ট। এই কঠোর অবস্থান নিঃসন্দেহে অন্যদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে এবং নিয়োগ প্রক্রিয়ায় জনগণের আস্থা আরও গভীর করবে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্বদা যোগ্যতা, মেধা ও সততার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

