মহাপরিচালক মহোদয়ের সাথে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
আজ ১৭ জুন ২০২৫ তারিখ আনসার-ভিডিপি সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়ের সাথে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের মাননীয় রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি এক সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় আরোও উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক। উক্ত সৌজন্য সাক্ষাতে তারা নিজেদের মধ্যে সৌহার্দ্য বিনিময় করেন এবং পারস্পারিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
মাননীয় রাষ্ট্রদূত সংযুক্ত আরব আমিরাত দুতাবাসে নিয়োজিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। মহাপরিচালক মহোদয় আনসার ভিডিপি সদস্যদের সম্প্রতি দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ার জন্য ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক মানের কর্মসংস্হান উপযোগিতা সম্পর্কে মাননীয় রাষ্ট্রদূতকে অবহিত করেন। এক্ষেত্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্ভাবনাকে কার্যকর এবং পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ন আলোচনা করেন।
