উল্লাপাড়ায় মদ্যপানের অপরাধে দুই ভিডিপি সদস্যকে দায়িত্ব থেকে অব্যহতি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভবানী মন্দির চত্বরে মদ্যপানের অভিযুক্ত দুই ভিডিপি সদস্য আল আমিন ও মনিরুজ্জামানকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। 

শনিবার (১২ অক্টোবর) দুপুরে প্রত্যাহার করা হয় বলে নিশ্চিত করেন উপজেলা আনসার ভিডিপি অফিসার আবুল বশির।

অন্যদিকে সেই দায়িত্বে অন্য দুই ভিডিপি সদস্যকে মোতায়েন করা হয়েছে। নতুন মোতায়েন দুইজন হলেন মো. রবিউল করিম ও সুলতান মাহমুদ। উল্লাপাড়া উপজেলা আনসার ভিডিপি অফিসার আবুল বশির বলেন, দায়িত্বরত দুই সদস্যের মদ্যপান করার অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করি। এবং অভিযুক্ত দুজনকে দায়িত্ব থেকে অব্যহতি দেই। তদন্তে অভিযুক্ত দুইজন দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি আরও বলেন, এ বছর উল্লাপাড়া উপজেলার ৮৮টি পূজা মন্ডপের নিরাপত্তায় ৬৩৬ জন আনসার ও ভিডিপি সদস্যকে মোতায়েন করা হয়েছে। তারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

অভিযুক্ত দুই ভিডিপি সদস্য আল আমিন ও মনিরুজ্জামান বলেন, মদ্যপানের ঘটনার সঙ্গে আমরা জড়িত নই। এই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। আমাদেরকে হেয়প্রতিপন্ন করার জন্য গুজব রটানো হয়েছে। আমরা আন্তরিকতার সঙ্গে ডিউটি করেছি।


-দৈনিক ইত্তেফাক

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url