নোয়াখালীতে বন্যার্তদের মাঝে আনসার ভিডিপির উপহার সামগ্রী বিতরণ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে নোয়াখালীতে বন্যার্ত ক্ষতিগ্রস্ত সাধারণ জনগণের মাঝে বস্ত্র সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (০৮ অক্টোবর) বিকেল তিনটায় নোয়াখালী আনসার ভিডিপি ক্যাম্পে ২শতাধিক মানুষের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বস্ত্র সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশীষ কুমার ভট্টাচার্য, বিভিএমএস, পরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুমিল্লা রেঞ্জ, কুমিল্লা।
নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি, শিশু পোশাক ও সাবানসহ ইত্যাদি সামগ্রীর প্যাকেজ উপহার প্রদান করায় সন্তোষ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত মানুষেরা। এছাড়াও কয়েক লট পুরাতন কাপড়ও উন্মুক্তভাবে প্রদান করা হয়। সেখান থেকেও আরও ২ শতাধিক মানুষ যে যার ইচ্ছেমতো প্রয়োজনীয় বস্ত্র সামগ্রী নিয়েছেন।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথির বক্তব্যে আশীষ কুমার ভট্টাচার্য তার সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, এবারের ভয়াবহ বন্যায় দেশের বিভিন্ন জেলার সাধারণ মানুষের দুর্ভোগ দুর্দশার শেষ নেই, ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার পরিবার। আমরা এই বন্যায় বিভিন্ন জেলায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছি। তারই অংশ হিসেবে আজকের এই বস্ত্র বিতরণ। এবারের বন্যায় যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আগামী দিনে তাদের জন্যেও ঘরবাড়ি তৈরির উপকরণ বিতরণ করা হবে। নিশ্চয়ই আপনাদের এলাকাতেও এই ঘরবাড়ি তৈরীর উপকরণ ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন- মো. জানে আলম সুফিয়ান পরিচালক, ৫ আনসার ব্যাটালিয়ান, সুহিলপুর ব্রাহ্মণবাড়িয়া, সোহেল রানা সরকার, সহকারী পরিচালক, কুমিল্লা রেঞ্জ, কুমিল্লা, তানজির আজাদ, সার্কেল এডজুটেন্ট, কুমিল্লা রেঞ্জ, কুমিল্লা, মো. সুজন মিয়া, জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নোয়াখালী, অশোক কুমার সরকার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা,সদর, নোয়াখালী প্রমুখ।
-সময়ের কন্ঠস্বর
