পাথর হাতে নিয়ে মুর্তি ভাঙতে গিয়ে ভিডিপি সদস্যদের হাতে হিন্দু যুবক আটক
মৌলভীবাজার কমলগঞ্জে কেন্দ্রীয় দূর্ঘাবাড়ি মন্দিরে মুর্তি ভাঙতে গিয়ে ভিডিপি সদস্যদের হাতে প্রসন্ন দাস (২২) নামে এক হিন্দু যুবক আটক হয়েছেন।
রোববার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে কমলগঞ্জ শহরস্থ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পূজা মন্ডপ থেকে তাকে আটক করা হয়।জানা যায়, প্রসন্ন দাস পাথর হাতে নিয়ে মূর্তি ভাঙ্গার উদ্দেশ্যে মন্ডপে প্রবেশ করলে কর্তব্যরত ভিডিপি সদস্যরা তাকে হাতেনাতে আটক করে কমলগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
আনসার ভিডিপি উপ-পরিচালক ফরিদ উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
-একুশে সংবাদ
