না.গঞ্জে ইউএনও কার্যালয়ে নিজ অস্ত্রে মাথায় গুলি আনসার সদস্যের

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে নিরাপত্তার দায়িত্ব পালনকালে হাতে থাকা অস্ত্র দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যার চেষ্টা করেছেন আফজাল হোসেন নামে এক আনসার সদস্য।

সোমবার (২২ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে বন্দর উপজেলা পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। আফজাল হোসেন চট্টগ্রাম জেলার মিরসরাই থানার গজারিয়া গ্রামের ওহিদুর রহমানের ছেলে। আশঙ্কাজনক অবস্থায় ওই আনসার সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বন্দর উপজেলা কার্যালয়ের আনসার বাহিনীর গার্ড ইনচার্জ তোফাজ্জল হোসেন ভিডিপি নিউজকে জানান, রোববার আফজাল হোসেনকে ইউএনও কার্যালয়ে নিরাপত্তাকর্মীর দায়িত্ব দিয়ে পাঠানো হয়। সেদিন বেলা ১১টায় তিনি কাজে যোগ দেন। বিকেল ৪ থেকে প্রথমদিনের ডিউটি করেন। সোমবারও বিকেল ৪টা থেকে আফজাল ইউএনও এম এ মুহাইমিন আল জিহানের বাসভবনের গেটে ডিউটি শুরু করেন।

তোফাজ্জল হোসেন আরও জানান, বিকেল আনুমানিক পৌনে ৫টার দিকে হঠাৎ গুলির শব্দ শুনি। আমিসহ অন্য সদস্যরা এবং ইউএনও বের হয়ে আফজালকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখি। ইউএনও তাৎক্ষণিক আফজালকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরেক আনসার সদস্য জানান, মেঝেতে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা আফজাল হোসেনের দেহের পাশে পড়ে ছিল তার ব্যবহৃত শটগান ও হাতে লেখা কাগজের একটি চিরকুট। যেখানে দুই লাইনে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য আমি নিজে দায়ী’। এই দুই লাইন লেখার নিচে আফজালের নামে স্বাক্ষরও ছিল।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url