আনসার গার্ড ব্যাটালিয়নের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আজ ২২ এপ্রিল ২০২৪ খ্রিষ্টাব্দে মেজর জেনারেল একেএম আমিনুল হক বিএএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি সম্মানিত মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহোদয় আনসার গার্ড ব্যাটালিয়নের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রথমেই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সম্মানিত মহাপরিচালক মহোদয়কে আনসার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক গার্ড সালাম প্রদান করা হয়। এরপরেই প্রধান অতিথি কর্তৃক বেলুন, ফেস্টুন ও পায়রা অবমুক্তকরণ এবং কেক কাটার মধ্য দিয়ে উদ্বোধনী ঘোষণা করা হয়। অতঃপর সম্মানিত মহাপরিচালক মহোদয় একটি মাল্টা গাছের চারা রোপন করেন। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মহাপরিচালক মহোদয়ের দরবার অনুষ্ঠিত হয় এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দদের সাথে মহাপরিচালক মহোদয় প্রীতিভোজে অংশ গ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিরিক্ত মহাপরিচালক মহোদয়, ডেপুটি কমান্ড্যান্ট ও কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, উপমহাপরিচালক (অপারেশনস ), উপমহাপরিচালক (প্রশিক্ষণ ) এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ গার্ড ব্যাটালিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
.jpg)
.jpg)