তৃণমূল পর্যায়ের ভাতাভোগী সদস্যদের আইডি কার্ড প্রদান
অদ্য ২০/১২/২০২৩ খ্রিস্টাব্দ তারিখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি মহোদয় সদর দপ্তরের অপস কনফারেন্স রুমে বাহিনীর তৃণমূল পর্যায়ের ভাতাভোগী ইউনিয়ন/ওয়ার্ড দলনেতা/দলনেত্রী ও উপজেলা আনসার কোম্পানী কমান্ডার, উপজেলা সহকারী আনসার কোম্পানী কমান্ডার, উপজেলা আনসার প্লাটুন কমান্ডার (মহিলা), উপজেলা সহকারী আনসার প্লাটুন কমান্ডার (মহিলা), ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার, ইউনিয়ন সহকারী আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে স্মার্ট আইডি কার্ড প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।
বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃণমূল পর্যায়ের ২৭,৩৬২ জন ভাতাভোগী সদস্যদের স্মার্ট আইডি কার্ড প্রদানের উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও টেলিকনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত ছিলেন বাহিনীর সকল রেঞ্জ কমান্ডারবৃন্দ, ব্যাটালিয়ন অধিনায়ক ও জেলা কমান্ড্যান্টগন।
বাহিনীর ভাতাভোগী সদস্যদের দীর্ঘদিনের এই দাবি পূরণ করায় ভাতাভোগী ভিডিপি সদস্যদের পক্ষে দলনেত্রী মেহজাবিন তুলি উক্ত অনুষ্ঠানে সম্মানিত মহাপরিচালক মহোদয়কে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। পরবর্তীতে সম্মানিত মহাপরিচালক মহোদয় তৃণমূল পর্যায়ের ভাতাভোগী সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক মহোদয়, উপমহাপরিচালক বৃন্দ সহ অন্যান্য কর্মকর্তাগন।

