বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহান বিজয় দিবস উদযাপন

 

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর, একাডেমিসহ মাঠ পর্যায়ে সকল রেঞ্জ, আনসার ব্যাটালিয়ন, জেলা, জোন, ভিটিসি ও উপজেলা কার্যালয় কর্তৃক ‘মহান  বিজয় দিবস-২০২৩’  উদযাপন করা হচ্ছে । 

‘মহান  বিজয় দিবস দিবস-২০২৩’  উপলক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সংশ্লিষ্ট সকল ইউনিটে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত বাণী সকল স্তরের সদস্যদেরকে পাঠ করে শোনানো হয়। এছাড়াও বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ প্রামাণ্য চিত্র “বাংলার মাটি বাংলার জল ও স্বাধীনতা আমার স্বাধীনতা” প্রদর্শন করা হয়। জেলা এবং উপজেলা পর্যায়ে আনসার ও ভিডিপি কন্টিনজেন্ট ১৬ ডিসেম্বর   কুজকাওয়াজে অংশগ্রহণ করে।

এ দিন বাদ যোহর মুক্তিযুদ্ধের মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহিদ সদস্যসহ মুক্তিযুদ্ধে বীর শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত এবং জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বাহিনীর সদর দপ্তরসহ সকল ইউনিটের মসজিদসমূহে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, এ বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বহিনীর মাঠ পর্যায়ে সকল রেঞ্জ, আনসার ব্যাটালিয়ন, জেলা, জোন, ভিটিসি ও উপজেলা কার্যালয়সমূহের গুরুত্বপূর্ণ ভবন/ফটকসমূহে ব্যানার স্থাপন, সৌন্দর্য্যবর্ধন, জাঁকজমকপূর্ণভাবে আলোকসজ্জা-সাজসজ্জার ব্যবস্থা করা হয় ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url