মহিলা আনসার ব্যাটালিয়ন এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

গত ১১/০৯/২০২৩ খ্রিস্টাব্দে আনসার ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে অবস্থিত ১ মহিলা আনসার ব্যাটালিয়ন এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল একেএম আমিনুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি, সম্মানিত মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহোদয়।

সম্মানিত মহাপরিচালক মহোদয় ১১০০ ঘটিকায় আনসার ভিডিপি একাডেমির মহিলা কমপ্লেক্সে প্রবেশ করলে প্রথমেই ০১ মহিলা আনসার ব্যাটালিয়ন কর্তৃক তাকে গার্ড সালাম প্রদান করা হয়। অতঃপর বেলুন ও পায়রা অবমুক্তকরণের মাধ্যমে সম্মানিত মহাপরিচালক মহোদয় অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং কেক কাটেন। অতঃপর সম্মানিত মহাপরিচালক মহোদয় দরবারে অংশগ্রহণ করেন এবং ব্যাটালিয়নের সদস্যাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। দরবার শেষে তিনি ১ মহিলা আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর প্রাঙ্গণে একটি মাল্টা গাছের চারা রোপন করেন এবং প্রীতিভোজে অংশগ্রহণ শেষে তিনি পরিদর্শন বই স্বাক্ষর করেন।
এছাড়াও সম্মানিত মহাপরিচালক মহোদয় একাডেমির বিভিন্ন স্থাপনা যথা- সৈনিক ব্যারাক, ডে-কেয়ার সেন্টার, প্রশিক্ষণার্থী ব্যারাক, ঘোড়ার আস্তাবল, আনসার ভিডিপি হাসপাতাল, ক্যান্টিন ইত্যাদি পরিদর্শন করেন এবং বাহিনীর সদস্য-সদস্যা ও প্রশিক্ষণার্থীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন।
এসময় সম্মানিত অতিরিক্ত মহাপরিচালক মহোদয়, উপমহাপরিচালক (প্রশাসন), উপমহাপরিচালক (অপারেশনস), আনসার ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত), অধিনায়ক ১ মহিলা আনসার ব্যাটালিয়ন ও বিভিন্ন পদবীর কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url