জেলাভিত্তিক অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষন (৩য় ধাপ) শুরু হতে যাচ্ছে
আগামী ০৩/০৯/২০২৩ তারিখ হতে জেলাভিত্তিক অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষন ২১দিন মেয়াদী ৩য় ধাপ (পুরুষ) শুরু হবে। আগ্রহী প্রার্থীদেরকে ৩০/০৮/২০২৩ তারিখের মধ্যে নিজ নিজ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগ্যতা:
১।কমপক্ষে ৮ম শ্রেনী পাশ
২।বয়স ১৮-৩০ বছর(জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক)
৩।উচ্চতা ৫ফুট ৪ইঞ্চি(অধিক উচ্চতা সম্পন্নদের অগ্রাধিকার)
প্রয়োজনীয় কাগজপত্রঃ
১। জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
২। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ফটোকপি (অষ্টম শ্রেণি/সমমান)
৩। চেয়ারম্যান / ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদ।
নির্দেশনাক্রমে: জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নারায়ণগঞ্জ।