জুটি বাঁধলেন রোমান–দিয়া
'বিয়ে করলে বরকত বাড়ে, সে হিসেবে দুজন মিলে ভালো কাজ হবে। আমরা দুজন একসঙ্গে দেশকে প্রতিনিধিত্ব করব। আল্লাহ যদি চান, তাহলে আমাদের হাত দিয়ে অলিম্পিকে সোনা আসবে।’
কথাগুলো বললেন দিয়া সিদ্দিকী। জাতীয় দলের সতীর্থ আর্চার রোমান সানার সঙ্গে আজ বিয়ের পর এভাবেই অনুভূতি জানালেন তিনি।
"এর আগে আমাদের একটা সম্পর্ক ছিল, সেটা আজকে পরিপূর্ণতা পেল। আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি।" -রোমান সানা, আর্চার।
গত বুধবার (৫ জুলাই) নীলফামারীর আয়েশা কমিউনিটি সেন্টারে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আরচারি ফেডারেশনের মিডিয়া, প্রকাশনা ও জনসংযোগ উপ-কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু ভিডিপিনিউজবিডি কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোমান সানার গ্রামের বাড়ি খুলনায়। আর দিয়ার বাড়ি নীলফামারীতে। শনিবার খুলনায় তাদের বিবাহোত্তর সংবর্ধনা (বৌ-ভাত) অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
টিপু বলেন, নীলফামারীতে তাদের বিয়ের অনুষ্ঠানে বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, সহকারী সাধারণ সম্পাদক রশিদুজ্জামান সেরনিয়াবাত, কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ আনিসুর রহমান, নির্বাহী সদস্য ফারুক ঢালী, জাতীয় আরচারি দলের প্রধান প্রশিক্ষক মার্টিন ফ্রেডরিক এবং বাংলাদেশ আনসারের আরচারি প্রশিক্ষক বাবুল মিয়া উপস্থিত ছিলেন।
তারা নবদম্পতিকে শুভেচ্ছা জানান ও তাদের সুন্দর ভবিষ্যতের জন্য আশীর্বাদ করেন।

Congratulations
Congratulations... 💐💐💐
অভিনন্দন 🥰🥰🥰