পরিচালক জনাব মো: রফিকুল ইসলাম এর রেঞ্জ কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণ
পরিচালক জনাব মো: রফিকুল ইসলাম এর রেঞ্জ কমান্ডার হিসেবে ঢাকা রেঞ্জের দায়িত্ব গ্রহণ করেছেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক জনাব ফাতেমা সুলতানা গত ২২ জুন ২০২৩খ্রি. তারিখে অতিরিক্ত মহাপরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন এবং ২ জুলাই ২০২৩খ্রি. তারিখে জারিকৃত জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী তিনি কমান্ডান্ট আনসার ও ভিডিপি একাডেমীতে যোগদান করেন। অতিরিক্ত মহাপরিচালক জনাব ফাতেমা সুলতানার পদোন্নতি জনিত কারণে বদলী ঢাকা রেঞ্জ থেকে বদলী হওয়ায় গত ০৫ জুলাই ২০২৩ খ্রি. তারিখে পরিচালক জনাব মো: রফিকুল ইসলাম রেঞ্জ কমান্ডার হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হন। পরিচালক জনাব রফিকুল ইসলাম ইতোপূর্বে একই রেঞ্জের পরিচালক ও অতিরিক্ত দায়িত্ব হিসেবে ঢাকা মহানগর আনসার এর পরিচালক (ডিএমএ কমান্ডার) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। জনাব রফিকুল ইসলাম ১৮শ বিসিএস এর মাধ্যমে ১৯৯৯ সালে এ বাহিনীতে যোগদান করেন। ইতোপূর্বে তিনি ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সিলেট রেঞ্জের রেঞ্জ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর দীর্ঘ কর্মজীবনে এ বাহিনীর তথ্য প্রযুক্তির উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। বর্তমানেও তিনি সদর দপ্তরের তথ্য প্রযুক্তির বিভিন্ন সেবার পরিকল্পনা উন্নয়ন ও বাস্তবায় সংক্রান্ত একটি কমিটির সভাপতি হিসেবে নিরলস কাজ করে যাচ্ছেন।
সূত্র: গণ সংযোগ সেল, ঢাকা রেঞ্জ
