বাহিনীর ইউথ লিডারশীপ প্রশিক্ষণার্থীদের সফল উদ্যোক্তা কার্যক্রম ও উন্নয়নমূলক পরিদর্শন
পরিদর্শন কার্যক্রমে উপস্থিত ছিলেন জনাব এনামুল খাঁন, পরিচালক (শ্রীমঙ্গল আনসার ব্যাটালিয়ন), এবং কোর্স ওআইসি ও জনাব মোঃ শাহ নেওয়াজ হোসেন, উপপরিচালক (জেলা কমান্ড্যান্ট, মৌলভীবাজার)। তাঁদের নেতৃত্বে প্রশিক্ষণার্থীরা শ্রীমঙ্গল উপজেলার ৫নং ওয়ার্ডে আনসার-ভিডিপির দলনেতা আল-আমিন মিয়ার পরিচালিত নার্সারি প্রকল্প পরিদর্শন করেন।
নার্সারির নানাবিধ কার্যক্রম প্রত্যক্ষ করে প্রশিক্ষণার্থীরা একজন সফল ক্ষুদ্র উদ্যোক্তা হওয়ার বাস্তব দৃষ্টান্ত দেখার সুযোগ পান। দলনেতা আল-আমিন মিয়া তাঁর উদ্যোক্তা হওয়ার পেছনের প্রেরণা, শুরু থেকে বর্তমান অবস্থান পর্যন্ত অভিজ্ঞতা, এবং আনসার-ভিডিপির সহায়তায় কিভাবে তিনি আত্মনির্ভরশীল হয়েছেন—তা বিশদভাবে তুলে ধরেন।
সংশ্লিষ্ট কর্মকর্তাগণ প্রশিক্ষণার্থীদের উদ্যোক্তা হওয়ার জন্য উৎসাহ প্রদান করেন এবং বাহিনীর মহাপরিচালক মহোদয়ের উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ও সহায়ক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তাঁরা জানান, একটি সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গঠনে কর্মমুখী শিক্ষা এবং উদ্যোক্তা মানসিকতা অর্জন যুব সমাজের জন্য অত্যন্ত জরুরি।
পরিদর্শন শেষে প্রশিক্ষণার্থীরা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, শ্রীমঙ্গল পরিদর্শন করেন। সেখানে তাঁরা বাহিনীর প্রশাসনিক কাঠামো, গঠন, কার্যক্রম, কমিউনিটি নিরাপত্তা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। পাশাপাশি, তারা জানতে পারেন কিভাবে প্রশিক্ষণ শেষে স্থানীয় পর্যায়ে আত্মকর্মসংস্থান ও জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা যায়।
পরিশেষে, প্রশিক্ষণার্থীরা শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সহকারী প্রকৌশলী কার্যালয় পরিদর্শন করেন। সেখানে পানি সরবরাহ, স্যানিটেশন, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপন, বর্জ্য ব্যবস্থাপনা ও নিরাপদ পানির উৎস সংরক্ষণ–এ বিষয়ক বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করা হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কীভাবে গ্রামের সাধারণ জনগণের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে, এবং এই খাতে উদ্যোক্তা বা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার সম্ভাবনা– তাও বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
এই কার্যক্রম যুবকদের বাস্তব জীবনের সফলতা ও উন্নয়ন চিন্তাধারার সাথে সংযোগ তৈরি করে, যা তাদের ভবিষ্যৎ উদ্যোগ ও জনকল্যাণমূলক কাজে আত্মনিয়োগে অনুপ্রাণিত করবে।
