টিডিপি প্রশিক্ষণের মতবিনিময় সভায় অতিরিক্ত মহাপরিচালকের দিকনির্দেশনা

আজ ২৫ জুন ২০২৫ তারিখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা মহানগর আনসার পশ্চিম জোনের কাফরুল ও মিরপুর থানা কার্যালয়ের উদ্যোগে বাঙলা কলেজ, মিরপুর, ঢাকায় নগর প্রতিরক্ষা দল (টিডিপি) মৌলিক প্রশিক্ষণ ৩য় ধাপ-২০২৫ এর মতবিনিময় সভা আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়। এছাড়াও আরোও উপস্থিত ছিলেন, পরিচালক (ডিএমএ) জনাব, মোহাম্মদ নু্রুল আবছারসহ বাহিনীর ঊর্ধতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীবৃন্দ। 

সম্মানিত অতিরিক্ত মহাপরিচালক মহোদয় নগর প্রতিরক্ষা দল (টিডিপি) প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এসময়ে তিনি দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় টিডিপি সদস্যদের ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং বাহিনীর গৌরবোজ্জল ইতিহাস, নৈতিকতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। টিডিপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, বাহিনীতে স্বেচ্ছাসেবীদের ভূমিকা, দেশের বিভিন্ন সংকটকালীন সময়ে স্বেচ্ছাসেবীদের ভূমিকাসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক মহোদয়।

তিনি আরোও বলেন, বাহিনীর পেশাভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আত্ম-উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা হিসেবে নিজেদের উন্নয়নের পাশাপাশি দেশের বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের প্রতি গুরুত্বারোপ করেন। এছাড়াও বিভিন্ন উৎসবে নিরাপত্তার দায়িত্বপালন, কমিউনিটি ম্যাকানিজম এবং জাতীয় ও স্থানীয় পর্যায়ে নির্বাচনে সকলকে দায়িত্বপালনের জন্য প্রস্তুত থাকার আহবান জানান

সভায় প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে কয়েকজন তাদের বাহিনী সম্পর্কে প্রশ্ন, মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন এবং বাহিনীর এমন প্রশিক্ষণ কার্যক্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। অতিরিক্ত মহাপরিচালক মহোদয় তাদের মতামত মনোযোগসহকারে শোনেন এবং ভবিষ্যৎ কর্মপন্থা গ্রহণে এসব পরামর্শকে গুরুত্ব দেওয়ার আশ্বাস ব্যক্ত করেন। বাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তারা মাঠপর্যায়ের সদস্যদের সঙ্গে নিয়মিত মতবিনিময় ও প্রত্যক্ষ যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন, যা বাহিনীর স্বচ্ছতা, কার্যকরীতা ও অগ্রগতিরই বহিঃপ্রকাশ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url