জনাব মোহাম্মদ নুরুল আবছার–কে উপমহাপরিচালক পদে পদোন্নতি
আজ ৩০ জুন ২০২৫ তারিখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের কনফারেন্স রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে জনাব মোহাম্মদ নুরুল আবছার (বিএভি-১২০০৫৪)–কে উপমহাপরিচালক (গ্রেড-৩) পদে পদোন্নতি উপলক্ষ্যে র্যাংক ব্যাজ পরিধান করানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।
এসময় আরও উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, এএফডব্লিউসি, পিএসসি এবং বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এই পদোন্নতি জনাব মোহাম্মদ নুরুল আবছারের দীর্ঘদিনের নিষ্ঠা, পেশাদারিত্ব ও কর্তব্যপরায়ণতার স্বীকৃতি। তাঁর এই সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনই নয়, বরং বাহিনীর সার্বিক দক্ষতা ও নেতৃত্বের ধারাবাহিক উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাঁর এই নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করে এবং বিশ্বাস করে যে, তিনি ভবিষ্যতে আরও উচ্চতর দায়িত্বে দক্ষতা ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করবেন।
