ঈদ উল আযহা তেও ঈদ উপহার সামগ্রী পাচ্ছেন ভাতাভোগী আনসার ভিডিপির সদস্যরা
[প্রতীকি ছবি]
গত ঈদ উল ফিতরের ন্যায় এবছর ঈদ উল আযহা তেও ঈদ উপহার সামগ্রী পাবেন ভাতাভোগী ইউনিয়ন/ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, উপজেলা আনসার কমান্ডার ও হিল ভিটিপি সদস্যরা।
গত ২৮শে মে ২০২৫ তারিখে মোঃ আবু বক্কর সিদ্দিক, উপপরিচালক (প্রশাসন) স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
চিঠিতে বলা হয়েছে, আগামী ০৪ঠা জুন ২০২৫ এর মধ্যে ঈদ উল আযহা এর ঈদ উপহার সামগ্রী বিতরন সম্পন্ন করে সমাপনী প্রতিবেদন প্রশাসন শাখায় পাঠাতে হবে।
ঈদ সামগ্রী বিতরনের উদ্যোগ কে সকল ভাতাভোগী সদস্যরা স্বাগত জানিয়েছেন এবং এ বিষয়ে তারা কৃতজ্ঞতা ও প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ এর আগে কখনো ছিলোনা। এটা ধারাবাহিকভাবে চলতে থাকলে খুব ভালো হয়। আমাদের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ নেয়াতে সম্মানিত মহাপরিচালক মহোদয় কে শুভেচ্ছা সহ শুভকামনা রইল।
.jpeg)