বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা সমাবেশ-২০২৫

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান জেলা সমাবেশ বাহিনীর সদস্যদের নতুনভাবে উজ্জীবিত করছে। সমাবেশগুলোর মাধ্যমে সদস্যদের আরোও সুসংগঠিত করা, পারস্পরিক মত বিনিময় করা এবং বাহিনীর কার্যক্রম সম্পর্কে সদস্যদের মধ্যে সুস্পষ্ট ধারণা সৃষ্টি করা সম্ভব হচ্ছে। জেলা সমাবেশের মাধ্যমে স্থানীয় পর্যায়ে আনসার-ভিডিপি সদস্যদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি, শৃঙ্খলার মান উন্নয়ন এবং সরকারি বিভিন্ন দায়িত্ব পালনের প্রস্তুতি গ্রহণের সুযোগ তৈরি হয়। এছাড়াও জেলা সমাবেশ বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধি ও সামাজিক সংহতি জোরদার করতে সাহায্য করে।

আজ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. তারিখে জেলা শিল্পকলা একাডেমি, নারায়ণগঞ্জে অনুষ্ঠিতব্য জেলা সমাবেশ-২০২৪ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক, মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, বিএএম, এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়। এছাড়া আরোও উপস্থিত ছিলেন জনাব মোঃ আশরাফুল আলম, বিএএমএস (উপমহাপরিচালক, ঢাকা রেঞ্জ), জনাব জাহিদুল ইসলাম মিঞা (জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ), লেঃ কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন, এসজিপি, বিপিএম, পিপিএম, পিএসসি (অধিনায়ক, র‍্যাব-১১) সহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও আনসার-ভিডিপি সদস্যগণ। উক্ত জেলা সমাবেশের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার সম্মানিত জেলা কমান্ড্যান্ট, জনাব কানিজ ফারজানা শান্তা, বিভিএমএস।

মহাপরিচালক মহোদয় বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে জেলা সমাবেশের শুভ উদ্বোধন করেন। এরপর মতবিনিময় সভা, ভিডিপি সদস্যদের মাঝে সাইকেল বিতরণের পাশাপাশি বিভিন্ন ভালো কাজে স্বীকৃতি স্বরূপ সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক মহোদয় ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে শহিদ আনসার প্লাটুন কমান্ডার আব্দুল জব্বারসহ সকল ভাষা শহিদ ও জুলাই অভ্যুত্থানে নিহত-আহতের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে বলেন, দেশব্যাপি যুগোপযোগী ও উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বেকার তরুণ-তরুণীদের স্বাবলম্বী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আনসার ভিডিপি সদস্যদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)সহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা চলমান রয়েছে। তিনি আরোও বলেন, গতানুগতিক নির্বাচন কেন্দ্রিক দায়িত্ব পালন থেকে বেরিয়ে এসে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও জননিরাপত্তায় অবদান রাখার জন্য আনসার ভিডিপি সদস্যদের নির্দেশনা প্রদান করেন। 


মহাপরিচালক মহোদয় আরোও বলেন, দেশের প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তা তৈরি করতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমকে ভিডিপি সদস্যদের কাছে সহজলভ্য করতে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের জন্য কাঠামোগত নীতিমালা প্রণয়ন করা হয়েছে। বাহিনীর মৌলিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে ভাতাভুক্ত মনোভাব থেকে বেরিয়ে এসে বাহিনীর মৌলিক চেতনায় উজ্জীবিত হয়ে সকলকে সামাজিক নিরাপত্তা ও জনসেবায় আত্মনিয়োগ করার জন্য তিনি আহবান জানান। এসময় তিনি প্রান্তিক পর্যায়ের আনসার ভিডিপি সদস্যদের নতুন উদ্ভাবনী পণ্য, বিষয়বস্তু ও পরিকল্পনা উপস্থাপনের নির্দেশ প্রদান করেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url