মুন্সীগঞ্জে ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গ্রাম ভিত্তিক ভিডিপি (৩২জন পুরুষ ও ৩২জন মহিলা) ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষনের সমাপনী ও সনদ বিতরণ করা হয়েছে।
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চলতি মাসের ১৮ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত প্রশিক্ষণ শেষে সমাপনী ও ৩২ জন পুরুষ ও ৩২ জন নারী সদস্যদের মাঝে সনদ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট বিউটি আক্তার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিউম আক্তার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন, দেশ প্রেমে উদ্ভুদ্ব হয়ে সকলকে সুশৃঙ্খল, পরিমার্জিত ও গভীর মনোনিবেশের মাধ্যমে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। আমাদের যুব সমাজ সুন্দর নান্দনিক ও উন্নত বাংলাদেশ গড়ার মূখ্য কারিগর। তাই প্রশিক্ষণে জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী হতে হবে। প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্যরা সামাজিক অবক্ষয় রোধমূলক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তিনি সকলকে জাতীয়, সামাজিক ও ব্যক্তিগত পর্যায়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর স্লোগান ‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তা’ বিধানে নতুন যোগদানকারী সদস্যদের কাজ করার জন্য আহবান জানান।
