রেশনে গমের পরিবর্তে আটা প্রদানের সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি গঠন
খাদ্য গুদাম হতে কেন্দ্রীয় ভাবে গম উত্তোলন করে বাহিনীর নিজস্ব ফ্লাওয়ার মিল আটা উৎপাদন করে বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের মাঝে রেশন হিসেবে গমের পরিবর্তে আটা প্রদানের জন্য মেজর মোহাম্মদ আব্দুল হামিদ (পিএসসি) প্রধান করে সম্ভাব্যতা যাচাইয়ে মোট ০৭ (সাত) সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে গত ২৮ অক্টোবর'২৪ এর অফিস আদেশ এর মাধ্যমে।
উক্ত কমিটি পরবর্তী ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে আনসার ফ্লাওয়ার মিল সরেজমিনে পরিদর্শন করে বিগত ০৬ (ছয়) মাসের লাভ-ক্ষতি নিরূপন করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর কে অবহিত করবে।
.jpeg)