ভিডিপি দলনেতার সহায়তায় রুখে দেয়া হলো বাল্যবিবাহ


গত ০৯/১১/২০২৪ খ্রিঃ তারিখ সন্ধ্যায় সংশ্লিষ্ট ইউনিয়ন দলনেতা থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, উল্লিখিত ঠিকানায় নবম শ্রেণি পড়ুয়া মোছাঃ রত্না খাতুনকে (১৬) বিয়ে দেয়ার উদ্দেশ্যে পিতাঃ বাহাদুর মালিত ও তার আত্মীয়গণ কন্যা দেখানোর আয়োজন করে। বিয়ের উদ্দেশ্যে মেয়ে দেখার জন্য আজ বিকেলে উক্ত ঠিকানায় ঝিনাইদহ সদরের পোঃ গোপালপুর, গ্রাম শামনগর থেকে আসে শরিফুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা। কথা ছিলো, মেয়ে পছন্দ হলে আজ রাতেই তাদের বিবাহ সম্পন্ন হবে।
বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা কতৃক ইউএনওকে ও জেলা কমান্ড্যান্ট কতৃক ডিসি মহোদয়কে অবগত করা হয়। জেলা কমান্ড্যান্টের নির্দেশক্রমে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সরোজমিনে গিয়ে সম্ভাব্য বাল্যবিবাহটি বন্ধ করেন। 

এসময় ইউনিয়ন ভিডিপি দলনেতা ও ভিডিপি সদস্যগণ উপস্থিত ছিলেন। তারপরও  পরবর্তীতে যেনো বাল্য বিবাহ সংগঠিত না হয় তা নজরে রাখবে ভিডিপি দলনেতা ও সদস্য সদস্যাগণ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url