আনসার আন্দোলনে নেতৃত্বদানকারী অংগীভূত আনসার গ্রেফতার

গত ২৫ শে অগাস্ট বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কতিপয় বিপথগামী অংগীভূত আনসার সদস্যবৃন্দ বাহিনীকে জাতির কাছে অপমানজনক একটি অবস্থায় নিয়ে গিয়েছিলো এবং  এক্ষেত্রে আগ্রাসী নেতৃত্বের ভূমিকায় যারা ছিলেন তাদেরই একজন হলেন পিসি শফিউল ইসলাম (স্মার্ট আইডি নং ০২৭০৫২৯৩২)। তিনি আন্দোলনের শুরু থেকেই নিরীহ আনসার সদস্যদের বিভিন্ন ভাবে উষ্কানী দিয়ে আসছিলেন এবং পরবর্তীতে গ্রামের বাড়ি দিনাজপুরে আত্মগোপন করে ছিলেন। তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা রয়েছে এবং সেখানে তিনি নথিভুক্ত মামলায় ৬ নং পলাতক আসামী। সাম্প্রতিক সময়ে ঢাকায় আবারো অরাজকতা সৃষ্টির মাধ্যমে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার চক্রান্তের সাথে তার যোগাযোগ ছিলো বলে জানা যায় এবং গোপন তথ্যের ভিত্তিতে তাকে আজ ১০/১১/২০২৪ ইং খ্রী: তারিখে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। বাহিনীর সুনাম ক্ষুন্নকারী এ সকল আনসার সদস্যদের কোনভাবেই নতুনভাবে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেয়া হবে না। ইতিমধ্যে রেষ্ট প্রথা বাতিল হওয়ায় বাহিনীর শৃঙ্খলার প্রতি অনুগত স্হায়ীভাবে চাকুরীরত ৫০০০০ আনসার  সদস্যদের এসকল বিশৃঙ্খলা সৃষ্টিকারী সদস্যদের প্ররোচনায় বিভ্রান্ত না হবার জন্য সচেতন থাকা গুরুত্বপূর্ণ। বাহিনীর চলমান সংস্কার কার্যক্রমে বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও সুনাম বয়ে আনে এমন সকল কর্মকান্ডে সকল পর্যায়ের সদস্যদের সম্পৃক্ত ও নিবেদিত  থাকার জন্য অনুরোধ করা হলো।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url