নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় আনসার ভিডিপি কর্মকর্তার মৃত্যু

 


নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ৩ দিন পর চিকিৎসাধীন অবস্থায় কল্পনা রানী রায় (৪০) নামে এক আনসার ভিডিপি কর্মকর্তার মৃত্যু হয়েছে। রোববার রাতে রংপুরের ডক্টরস ক্লিনিকে তিনি মারা যান।
সোমবার (৭ অক্টোবর) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।

কল্পনা রানী রায় জলঢাকার শিমুলবাড়ী ইউনিয়নের নরেশ চন্দ্র রায়ের স্ত্রী ও ডোমার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

এ বিষয়ে ওসি আরিফুর রহমান বলেন, ‘গত ৩ অক্টোবর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ডুগডুগি বাজার এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন কল্পনা রানী। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় তিনদিন পর মারা যান তিনি।

-আরটিভি


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url